Apan Desh | আপন দেশ

ঢাকা-৯ আসন উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি: হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৬, ৩১ জানুয়ারি ২০২৬

ঢাকা-৯ আসন উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি: হাবিবুর রশিদ

ছবি: আপন দেশ

ঢাকা-৯ আসন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষাসহ স্বাস্থ্যসেবা, রাস্তা ও অন্যান্য অবকাঠামো এখানে দুর্বল। তাই এ আসনকে উন্নত করার দায়িত্ব বিএনপি নেবে বলেন জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, মুগধা হাসপাতাল এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র। তবে সরকার পরিবর্তনের পর এটি কার্যকরভাবে ব্যবহার হয়নি। আমাদের এলাকার জন্য যদি সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করত, আরও দুই-তিনটি হাসপাতাল স্থাপন সম্ভব হতো। কিন্তু গত ১৫ বছরে সরকার কার্যকর ভূমিকা নেয়নি।

তিনি আরও বলেন, আজকের ডাক্তাররা, যারা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা আগামীতেও এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। তারা এখানে সেবা দিতে চান এবং সুযোগ পেলে আরও কার্যক্রম করবেন।

আরও পড়ুন <<>> ‘আ’লীগ পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি’

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী ঢাকা-৯ একটি উন্নত এলাকা হবে। আমরা চাই ঢাকা-৯ এমন একটি এলাকা হোক যেখানে মানুষ শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসা সুবিধা পাবে এবং রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি সবশেষে উপস্থিত চিকিৎসক ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনগণ, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব, তরুণদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ। সে ভোট ধানের শীষে হোক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়