ছবি: আপন দেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেয়, তবে দলটি আবারও সংকটে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া জরুরি। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। একই সঙ্গে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্য শেষে তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করতে হলে ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অঙ্গনে কোনোভাবেই জায়গা দেয়া যাবে না।
আরও পড়ুন <<>> ‘ধানের শীষে ভোটের মাধ্যমে স্বৈরাচারকে জবাব দিন’
এদিকে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দুপুরে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাচিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে মিছিল বের করা হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত মিছিলটি আদমদীঘি থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে সান্তাহার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের নেতৃত্ব দেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ অন্যরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































