ছবি: আপন দেশ
১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ আহবান জানান।
তারেক রহমান বলেন, গত ১৬–১৭ বছর ধরে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মানুষের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদই ছিল সে আন্দোলনের মূল কথা। এ অধিকার ফিরিয়ে আনতে হলে ১২ ফেব্রুয়ারি সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, ধানের শীষে সিল মারার মাধ্যমেই স্বৈরাচারের জবাব দেয়া সম্ভব। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের মাধ্যমেই তাদের জবাব দিতে হবে। বিএনপি সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিতে বসবাসে বিশ্বাস করে। ধর্ম, জাত-পাত নয়; দলের কাছে মুখ্য হলো বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষের পরিচয়। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়নের কথাও তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, দেশে জনগণের শাসন ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই প্রকৃত সমস্যার সমাধান সম্ভব। জনগণের কল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা যাবে।
বেলা ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। তারেক রহমান বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান সাড়ে তিনটার দিকে।
সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এম এ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন ও ভিপি সামসুল ইসলামের নাম উল্লেখ করে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তারেক রহমান।
আরও পড়ুন <<>> বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি: মির্জা আব্বাস
তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনাসহ উত্তরাঞ্চলে উন্নয়নের অনেক কাজ বাকি রয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনমান বদলাবে। আন্দোলন ও সংগ্রামে অনেক ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এখন সময় দেশ গঠনের। সবাইকে একসঙ্গে কাজ করে দেশ গড়ে তোলার আহবান জানান তিনি।
তিনি জানান, সিরাজগঞ্জ ও পাবনাসহ সারা দেশে নতুন শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হবে। বেকারত্ব কমাতে শিল্পায়ন জোরদার করা হবে। কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা হবে। তাঁত শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নেয়া হবে। তাঁতপণ্যের আন্তর্জাতিক বাজার তৈরির কথাও বলেন তিনি। এ অঞ্চলে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন।
দল ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের সহায়তার কথাও জানান তারেক রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি রুমানা মাহমুদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সিরাজগঞ্জ ও পাবনার ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন।
উত্তরাঞ্চলে প্রচারণার দুই দিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে চারটি নির্বাচনী সমাবেশ করেন। সিরাজগঞ্জের সমাবেশ দিয়ে এ পর্বের কর্মসূচি শেষ করেন তিনি। এরপর টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে যাওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































