Apan Desh | আপন দেশ

‘জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৩৬, ১১ ডিসেম্বর ২০২৫

‘জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন’

ছবি: আপন দেশ

আওয়ামী লীগের বিশাল রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদের দাবি করেন, সেদিন সে নেতারা তো সাহস করে বলতে পারে নাই। তার পরবর্তী কালুরঘাট বেতারকেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তাকে কিছু কুচক্রীদের হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিলো। সেদিন এ কঠিন সময়ে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। 

বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদীর মেহেরপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেড় হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শহিদ জিয়াউর রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একজন মেজর হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 

আরও পড়ুন<<>>তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

মাধবদী থানা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও অসহায় ১৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা