Apan Desh | আপন দেশ

‌‌‘আ. লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

‌‌‘আ. লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে’

নিউইয়র্কে আওয়ামী কর্মীদের হামলার ঘটনায় এক জরুরি ব্রিফিংয়ে কথা বলছেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ দলটিকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়, তাহলে এটাই তাদের কাল হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এদিকে শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন জানিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আমরা এখনো অটল আছি।

আরও পড়ুন>>>শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তিনি বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। এদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের নিয়ে শুরু হচ্ছে ইসির সংলাপ। সংলাপের প্রথম দিন থাকবে সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিরা।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ ঘটনার সঙ্গে প্রশাসনের ভেতরের লোকজন জড়িত, তারা তথ্য পাচার করে।
 
নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করে তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে। নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
 
এ সময় উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় জড়িত যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান নাহিদ। 
 
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়