ইন্ডিয়ান ভিসা সেন্টার
নিরাপত্তা শঙ্কায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।
এ সময়ে যাদের আবেদন জমা দেয়া কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে সময় নির্ধারণ করা হবে। ভারতীয় ভিসা কেন্দ্র (আইভ্যাক জেএফপি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, রোববার যেসব আবেদনকারীর জমা দেয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরবর্তীতে নতুন একটি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় সোমবার (১৫ ডিসেম্বর) নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।
আরও পড়ুন<<>>চার অধিদফতরে নতুন ডিজি
আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা প্রকাশ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক টানাপোড়নের মধ্যে রয়েছে। এর মধ্যে দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছে আওয়ামী লীগের হাজার হাজার নেতকর্মী। এর মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে ঢাকা। কিন্তু এ নিয়ে দিল্লি জবাব দেয়নি কিছুই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































