Apan Desh | আপন দেশ

রাবিতে হায়ার স্টাডি ক্যাম্প শুরু ১৬ মে

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ১২ মে ২০২৫

আপডেট: ১৮:৫৯, ১২ মে ২০২৫

রাবিতে হায়ার স্টাডি ক্যাম্প শুরু ১৬ মে

ছবি: আপন দেশ

উচ্চশিক্ষার সঠিক প্রস্তুতি ও দিকনির্দেশনা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে শুক্রবার (১৬ মে) ও শনিবার (১৭ মে) ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) গ্যালারিতে এর আয়োজন করা হয়েছে। রোববার (১১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন। বুধবার (১৪ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের (চতুর্থ বিজ্ঞান ভবন) সামনে স্থাপিত বুথে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া অনলাইনে https://rusc.org.bd/register/rusc-higher-study-camp-2025/ লিংকে গিয়ে রেজিস্ট্রেশন এবং ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণসমূহের মধ্যে থাকছে: আইইএলটিএস প্রস্তুতির পূর্ণাঙ্গ নির্দেশনা, পরীক্ষার ধরণ, টাইম ম্যানেজমেন্ট ও স্কোর বাড়ানোর কৌশল, স্টেটমেন্ট অব পারপাস (SOP) লেখার কাঠামো ও কৌশল।

আরওপড়ুন<<>>গ্রীষ্মে রঙিন রাবি: কৃষ্ণচূড়া, জারুল-সোনালুর মুগ্ধতা

অ্যাপ্লিকেশন ডকুমেন্ট প্রসেসের ধাপসমূহ, ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়ার কৌশল, প্রফেশনাল সিভি তৈরি ও বিদেশি প্রফেসর বা অ্যাডমিশন অফিসারদের কাছে ইমেইলের মাধ্যমে নিজেকে উপস্থাপন করার কৌশল। এছাড়া লাইভ সেশন, ওয়ার্কশপ এবং বিদেশে অধ্যয়নরত বা কর্মরত অভিজ্ঞ স্কলারদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনার ব্যবস্থাও থাকছে এ ক্যাম্পে।

ক্যাম্পে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলো অ্যাডুকেশন ও ইউএনডিপি ফিউচারন্যাশনের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. শরিফুর রহমান ও সাইফুর’স-এর ব্রাঞ্চ ইনচার্জ ও অ্যাব্রোড গ্যালারির ম্যানেজিং ডিরেক্টর মো. আল ইমরান তমাল।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি শেখ সৈকত বলেন, উচ্চশিক্ষা শুধু একটি স্বপ্ন নয়, এটি একটি পরিকল্পিত যাত্রা। শিক্ষার্থীরা যেন সেই যাত্রায় সঠিক গাইডলাইন নিয়ে এগিয়ে যেতে পারে। সে লক্ষ্যে এ ক্যাম্পের মাধ্যমে আমরা বাস্তবভিত্তিক রোডম্যাপ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়