Apan Desh | আপন দেশ

জ্যোতিদের বিশ্বকাপ মিশন শেষ হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২৬ অক্টোবর ২০২৫

জ্যোতিদের বিশ্বকাপ মিশন শেষ হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুন কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশের মেয়রা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পরের ম্যাচগুলেতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।  টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত করে ফেলে নিগার সুলতানা জ্যোতিরা। এখন দেশের ফেরার অপেক্ষায় তারা।

রোববার (২৬ অক্টোবর) শেষ হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবেন সরোয়ার ইমরানের শিষ্যরা।

নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ-ভারতের দ্বৈরথ বরাবরই রোমাঞ্চ ছড়ায়। যদিও শক্তির বিচারে বেশ এগিয়ে হারমনপ্রিত কৌরের দল। চতুর্থ দল হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে কথা বলেছেন টাইগ্রেস নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিশ্বকাপজুড়ে দর্শকদের সমর্থন ও প্রেরণার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন<<>>এবার সবুজ উইকেটে বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

সোবহানা বলেন, একটা সময় ছিল যখন বেশিরভাগ ক্রিকেটারই উত্তরবঙ্গ থেকে আসতো। কিন্তু এখন আমাদের দলে চট্টগ্রাম, সিলেটের মতো জায়গার খেলোয়াড়ও আছে। খুব সম্ভবত তাদের বাবা-মারা এখন খেলা দেখছে এবং তাদের আসতে দিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বকাপ দেখছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। বড় দলের বিপক্ষে লড়াই করতে এসব আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার অর্ধ-শতক করেছেন। যদিও কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হারের পেছনে অধারাবাহিক ব্যাটিং অনেকাংশে দায়ী। তবুও ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েই তৃপ্তির ঢেকুর তুললেন সোবহানা, আপনার যদি ২০২২ বিশ্বকাপের কথা মনে থাকে তাহলে জানেন সেটা আমাদের প্রথম আসর ছিল। ওই সময় ব্যাটিং বিভাগে আমরা বেশ খানিকটা দুর্বল ছিলাম। ওই বিশ্বকাপে আমাদের মাত্র একটা হাফসেঞ্চুরি ছিল এবং সেটা পিংকি (ফারজানা হক) আপু করেছিল।

তিনি বলেন, এ টুর্নামেন্টে দেখুন ৬-৭টা হাফসেঞ্চুরি হয়েছে। আমার মনে হয় (ব্যাটিংয়ে) একটা উন্নতি হয়েছে আমাদের। কারণ হাফসেঞ্চুরি করা একেবারে সহজ না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়