Apan Desh | আপন দেশ

এবার সবুজ উইকেটে বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:৩৩, ২৬ অক্টোবর ২০২৫

এবার সবুজ উইকেটে বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

ছবি : আপন দেশ

বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দেশই হোম অ্যাডভানটেজ নিতে চায়। সেক্ষেত্রে তারা নিজেদের জয় নিশ্চিতের জন্য পছন্দমত উইকেট তৈরি করে। বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়। যার প্রমাণ আগেও মিলেছে, এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তেমন পিচ তৈরি করা হয়েছে। তবে এবার আরও বেশি ব্যাতিক্রম হয়েছে। টাইগারদের জন্য কালো উইকেট বানিছিলেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হেমিং। 

সে উইকেটে খেলে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। 

ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে স্বাগতিক দল ও ক্যারিবীয় দল চট্টগ্রামে অবস্থান করছে। সেখানকার উইকেটে অবশ্য ভিন্ন চিত্র। উইকেটের রং যথারীতি সবুজ, রয়েছে হালকা ঘাসও।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, স্পোর্টিং উইকেট করার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে ১৭০ থেকে ২০০ রান হওয়ারও সম্ভাবনা আছে। শনিবার (২৫ অক্টোবর) সারা বিকেল টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং এবং চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু উইকেটের তদারকি করেছেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) মাঠে দাঁড়িয়ে লম্বা সময় ধরে আলাপ করতে দেখা যায় উভয়কে। 

আরও পড়ুন<<>>ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ১৭৯ রানে জয় বাংলাদেশের 

ক্যারিবিয়ানদের প্রধান কোচ ড্যারেন সামিরও নাকি প্রিয় ভেন্যু চট্টগ্রাম। যে কারণে এ ভেন্যুতে তিনি নিজেও স্পোর্টিং উইকেটের আশা করছেন। এদিকে, প্রথম ওয়ানডের পর হঠাৎ করেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ঢাকায় উড়িয়ে আনা হয় বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনকে। তিনি তো আছেন–ই, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয় বাড়তি স্পিনার। যদিও খারি পিয়েরে ওয়ানডেতে সেভাবে ভালো করতে পারেননি। 

দ্বিতীয় ওয়ানডের আগে আকিল রাতে এসে পরদিন দুপুরেই ক্যারিবীয়দের একাদশে ঢুকেছিলেন। স্পিনবান্ধব দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়েও অবদান ছিল আকিলের। পরবর্তীতে তিনি মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে খোঁচা দিয়েছিলেন। আকিলের মতে– বাসায় বসে খেলা দেখার সময় মনে হয়েছিল টিভিতে সমস্যা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-উইন্ডিজ ২৭, ২৯ ও ৩১ মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়