নাসিরুদ্দীন পাটোয়ারীর সাথে সেই ছাত্রলীগ নেতা (বায়ে)। পুলিশের হাতে আটক সেই ছাত্র লীগ নেতা (ডানে)। ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ নিয়ে চলছে তুমুল আলোচনা।
স্থানীয় শিক্ষার্থীরা তাকে ডিম নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে বের করে দেয়। বিষয়টি যখন টক অব দ্য কান্ট্রি; তবে তার চেয়েও এখন আরও বেশি আলোচনা পাটোয়ারীর বগলদাবা থেকে বের হওয়া সেই ছাত্রলীগ নেতার ছবি নিয়ে। পাটোয়ারী যখন অবরুদ্ধ এবং শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছিল ঠিক তখনই নাসিরুদ্দীন পাটোয়ারির বগলের নীচ দিয়ে বের হয় আসেন সেই ছাত্র লীগ নেতা। যিনি ২০২৫ সালের ২২ জুলাই মাইলস্টোন শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অনুপ্রবেশ করে বোমা নিক্ষেপ করেছিল। পুলিশ তাকে আটকও করেছিল।
নাসিরুদ্দীন পাটোয়ারি ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী। বিষয়টি নিয়ে বেশ সমালোচনার ঝড় বইছে।
এদিকে পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপি নেতারা নিন্দা জানালেও ওই বোমা হামলাকারীর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































