Apan Desh | আপন দেশ

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৩২, ২ অক্টোবর ২০২৫

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

ছবি: আপন দেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা।

বুধবার (০১ অক্টোবর) রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এসময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু ও লিয়াকত হোসেন খোকা। এছাড়াও ছিলেন জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন।

অনুষ্ঠানে বনানী পূজা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বিশ্বাস বক্তব্য রাখেন।

আরও পড়ুন>>>প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শুভেচ্ছা বক্তব্যে জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দুর্গোৎসব এখন আর শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি একটি সর্বজনীন উৎসব।

তিনি আরও বলেন, এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এর মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়ায় ও আনন্দ ভাগ করে নেয়। এটি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

তিনি আরও বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়। আনিসুল ইসলাম মাহমুদ কামনা করেন, এবারের দুর্গোৎসবের মূলমন্ত্র হোক— অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা।

মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও, সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। রুহুল আমিন সনাতন ধর্মের সকল অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়