Apan Desh | আপন দেশ

সরস্বতী পূজা

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।  বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫ দিন রাজধানীসহ দে

০৮:৩০ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। বুধবার (০১ অক্টোবর) রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এসময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু ও লিয়াকত হোসেন খোকা। এছাড়াও ছিলেন জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন।

০৬:৩২ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষের পথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর দিন নানা আনুষ্ঠানিকতা শেষে রাজধানীসহ সারাদেশের নদী ও পুকুরে চলছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ।  সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

০৫:৪৫ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

সিঁদুর খেলায় দেবী দুর্গাকে বিদায়

সিঁদুর খেলায় দেবী দুর্গাকে বিদায়

বছর ঘুরে আবারও সে সিঁদুরে রাঙা উৎসব। কিন্তু ঢাকের তাল আর শঙ্খের ধ্বনিতে মিশে আছে উৎসব আর বিষাদের সুর। দেবী দুর্গাকে কৈলাসে বিদায় জানানোর মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিজয়া দশমীর সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় প্রতিমা বরণের পালা। সিঁদুরের লাল রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। লাল-সাদা শাড়িতে নেচে-গেয়ে নারীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান।

০৩:৪৭ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

‘আগে সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে বিদেশি অপশক্তি জড়িত ছিল’

‘আগে সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে বিদেশি অপশক্তি জড়িত ছিল’

আগে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। এ মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুর্গাপূজা উপলক্ষে বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটু নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। গত দুবছর ধরে দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে, যাতে সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধর্ম, বর্ণের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, অন্তর্বর্তী সরকার সে দৃষ্টান্ত রেখে যাচ্ছে।

০৯:১৯ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত হোক’

‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত হোক’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিবৃতি দিয়েছেন। বুধবার (০১ অক্টোবর) গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি। আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে, এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য। শরতে বাংলাদেশের চারদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন।

০৪:০৯ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায়ও বিশেষ টহল দিচ্ছে বর্ডার গার্ড সদস্যরা। এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিজিবির নিরাপত্তাধীন মোট দুই হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তবর্তী (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ) এলাকায় এক হাজার ৪১১টি ও সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে এক হাজার ৪৪৬টি পূজামণ্ডপ।

০২:৫৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। রেলপথ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূজার সরকারি ছুটিতে এই চার জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে। এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রু

০৯:৫৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

‘দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আইজিপি বলেন, পূজার প্রস্তুতি চলাকালীন সময়ে কিছু ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমরা এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পরাজিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে। আইজিপি জানান, পরাজিত ফ্যাসিস্ট শক্তি তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল। আমরা আইনের অধীনে থেকে তাদের মোকাবিলা করার চেষ্টা করেছি। দুর্গাপূজার সময় কেউ যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে।

০৭:৫৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement