হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা।
বুধবার (০১ অক্টোবর) রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এসময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু ও লিয়াকত হোসেন খোকা। এছাড়াও ছিলেন জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন।
০৬:৩২ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার