Apan Desh | আপন দেশ

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৬, ২৫ জুলাই ২০২৫

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

ছবি : আপন দেশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীন হতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছেন। বৃহষ্পতিবার (২৪ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছেছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্স রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জেসমিন সুলতানা মিল্কি বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।

চীনা চিকিৎসকদের এ বিশেষজ্ঞ দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবে।

এ বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন- লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি, লিউ হুয়ান।

চিকিৎসকদের এ দলে বার্ন, ট্রমা, ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞগণ রয়েছেন। তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বিশেষায়িত চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন।

চীন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা করবে এ চিকিৎসক দল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়