জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এক স্কুলছাত্রীর মা এ অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সভাকক্ষে এটি আয়োজন করা হয়।
যৌন হয়রানির শিকার সপ্তম শ্রেণির ছাত্রীটি বর্তমানে ঐ হাসপাতালেই চিকিৎসাধীন আছে। পরিবারের অভিযোগ, সে লজ্জা, ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে।
ছাত্রীর মা শিল্পী বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী এ ঘটনা ঘটিয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর অধ্যক্ষ তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে যৌন হয়রানি করেন। এসময় অধ্যক্ষ একটি ছুরি দেখিয়ে মেয়েকে ভয় দেখান। তিনি মেয়েকে বলেন, সে যেন কাউকে এ কথা না বলে।
০৬:৫৪ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার