Apan Desh | আপন দেশ

বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১২:০৫, ১৮ জুলাই ২০২৪

বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে অবস্থান নেয় পুলিশ।

এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে সকাল সাড়ে ১০টার পরে সেখানে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।

পরে বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে সেখানে অবস্থান নেয়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ১০/১২জন আহত হয়েছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অনেক পুলিশ দেখা গেছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান রয়েছে। মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বরের গোলচত্বর পর্যন্ত বেশির ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ। অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও লোকজনের চলাচল খুবই কম।

উল্লেখ্য, সারা দেশে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চ্যালেঞ্জ করছি, দুর্নীতির মামলা হবে না: রুমী কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না: তুহিন শিরোপা জিততে বরিশালের লক্ষ্য ১৯৫ বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩ টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত বরিশালের অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার : আসিফ মাহমুদ নারায়ণগঞ্জের ‘গডফাদার’ শামীম ওসমান কোথায় : জামায়াত আমীর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ফখরুল-খসরু-জাইমা আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প