Apan Desh | আপন দেশ

কোটা

শিক্ষার্থীদের উপবৃত্তি লোপাট করে কোটিপতি মাদরাসার অফিস সহকারি মিরাজ

শিক্ষার্থীদের উপবৃত্তি লোপাট করে কোটিপতি মাদরাসার অফিস সহকারি মিরাজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসা। এ মাদরাসার অফিস সহকারি কামাল উদ্দিন (মিরাজ)। তিনি বছরের পর বছর তিন  শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। মিরাজ উপবৃত্তির অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। তদন্তে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ২০২১ সালের শেষ দিকে মাত্র ১২ হাজার টাকা বেতনে অফিস সহকারি হিসেবে যোগ দেন কামাল উদ্দিন। তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হওয়ায় মাদ্রাসার প্রিন্সিপাল তার হাতে শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থাপনার দায়িত্ব তুলে দেন। শিক্ষার্থীর ভর্তি ও উপবৃত্তি তথ্য তিনি সিস্টেমে এন্ট্রি করলেও অনুমোদনের জন্য প্রিন্সিপালের মোবাইল ফোনে OTP কোড যেত। এ সুযোগকেই কাজে লাগিয়ে কামাল উদ্দিন তৈরি করেন শত শত ভুয়া শিক্ষার্থী। প্রতারক চক্রের সহায়তায় নকল নথি ব্যবহার করে সেগুলোকে বৈধ প্রমাণ করেন।

০৩:০৮ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে হত্যা মামলায় হাসিনা, শামীম ওসমানসহ আসামি ৬২

নারায়ণগঞ্জে হত্যা মামলায় হাসিনা, শামীম ওসমানসহ আসামি ৬২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে গুলিতে এক মাছ বিক্রেতার মৃত্যুর ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়৷ নিহত মাছ বিক্রেতা মো. মিলনের স্ত্রী মোসাম্মত শাহনাজ রোববার (১৮ আগষ্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু বক্কর সিদ্দিক জানান।

১২:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement