
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (০৩ আগস্ট) দল দু’টির পূর্বঘোষিত সমাবেশ হতে যাচ্ছে।
জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ‘ছাত্র সমাবেশ’ করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপির জনসভা হবে, যেখানে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।
এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৩ আগস্টের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। এর আগে, নরসিংদীর এক পথসভায় দলটির আহবায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, তারা প্রথমে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা করলেও এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করছে। তিনি বলেন, একটি উদার, গণতান্ত্রিক, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা এ পরিবর্তন করেছি।
রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আগাম দুঃখ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।
সমাবেশগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ক্রসিং হয়ে যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বেশ কয়েকটি ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাটাবন মোড়, মৎস্য ভবন মোড় ও টিএসসি এলাকার যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়ক পরিহার করতে বলা হয়েছে।
বিশেষ অনুরোধ জানানো হয়েছে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের—যেন তারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।