Apan Desh | আপন দেশ

আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ১৫ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:১৫, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১০:১৭, ৯ আগস্ট ২০২৫

আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ১৫ আগস্ট

ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ আগস্ট আলাস্কায় এ বৈঠক হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প নিজেই নিশ্চিত করেন। খবর এএফপির। 

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এ বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে একটি সম্ভাব্য শান্তিচুক্তি হতে পারে। 

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ আলোচনায় ইউক্রেন ও রাশিয়া উভয়ের শান্তির জন্য কিছু ভূখণ্ড বিনিময় হতে পারে।

এদিকে ক্রেমলিনও এ বৈঠকের খবর নিশ্চিত করেছে। ক্রেমলিনের একজন উপদেষ্টা জানান, বৈঠকের জন্য আলাস্কা ‘বেশ যৌক্তিক’ জায়গা। দুই প্রেসিডেন্ট ইউক্রেন সংকটের একটি দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়া ভবিষ্যতে ট্রাম্পকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান এ উপদেষ্টা।

আরও পড়ুন<<>>গাজায় নিহত বেড়ে ৬১,৩৩০ জনে পৌঁছেছে

এটি হবে জো বাইডেনের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সরাসরি বৈঠক। এর আগে ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হেলসিঙ্কিতে এক বৈঠকে পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। 

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। এর আগে এ সংঘাতের অবসানে তিনটি আলোচনা ব্যর্থ হয়েছিল। পুতিন এ মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি নন, যদিও জেলেনস্কি বারবার এমন বৈঠকের আহবান জানিয়েছেন।

এর আগে শুক্রবার (০৮ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুতিন। তিনি দুই দেশের নেতাদের সঙ্গেই ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়