
বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান
বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। তবে সিনেমা দিয়েই তিনি অভিনয়ে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। সব চলচ্চিত্রে নয়, বেছে বেছে অভিনয় করেন এ অভিনেত্রী। গত এপ্রিলে সামাজিক মাধ্যমে কিছু ছবি তার বলে প্রচার করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেছে, ছবিগুলো সাদিয়া আয়মানের নয়।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া সামাজিক যোগাযোগমাধ্যেমে বেশ সরব। সেখানে মাঝে মধ্যেই নিজের ক্যারিয়ার ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। সে ধারাবাহিকতায় এবার ফেসবুকে এক পোস্টে ক্ষোভ ঝাড়লেন এ নায়িকা।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ একটি পোস্ট শেয়ার করে দুটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী।
ঘটনার সুত্র একটি বিড়াল ছানাকে নিয়ে। গৃহকর্তীর নির্দেশে নির্দেশে একটি বিড়ালছানাকে বেদম পিটিয়ে রক্তাক্ত করেছে গৃহকর্মী মেরেছে। সে বিড়াল বাচ্চাটি মৃত্যুশয্যায়। যা সামাজিক মাধ্যমে লিখেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। এ অভিনেত্রী লিখেছেন, ঘটনা ঘটেছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন, প্রতিবেশী এবং তার স্ত্রীর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে।
ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করেন এবং তখনই বুঝতে পারেন―এ নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এ ব্যাপারে একটি করপোরেট প্রতিষ্ঠান পদক্ষেপ নেবে বলে পোস্ট দেয় তার অফিশিয়াল ফেসবুক পেজে। সেটিই শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ মূলত বিড়াকে মারার নির্দেশদাতা স্বামী ও স্ত্রীকে উদ্দেশ্যে করেই এমনটা লিখেছেন অভিনেত্রী। একইসঙ্গে করপোরেট প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়েছেন সাদিয়া আয়মান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।