Apan Desh | আপন দেশ

অবকাশ যাপনে মরুর দেশে বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৮, ২৪ নভেম্বর ২০২৪

অবকাশ যাপনে মরুর দেশে বিদ্যা সিনহা মিম

জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে নিয়মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মধ্যে শেয়ার করেছেন।

যেখানে দেখা যায়, অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন। আর সেখানে যাবার পরে ফটোশুট করেছেন মিম। সাদা শ্যাম্পেনে অ্যামি স্প্লিট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে।

ছবিতে দেখা যায়, মাথায় বেধেছে লাল গোলাপের খোঁপা, লাল গোলাপের সঙ্গে ম্যাচ  করে পরনে রয়েছে সাদা ড্রেস। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছে অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছে।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়