Apan Desh | আপন দেশ

আজহারিকে ধন্যবাদ জানালেন বর্ষা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০২, ৩১ জানুয়ারি ২০২৬

আজহারিকে ধন্যবাদ জানালেন বর্ষা

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনুপস্থিত। ধর্মীয় অনুশাসনেও নিয়মিত এ অভিনেত্রী। সম্প্রতি এক পোস্টে ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ড. মাওলানা মিজানুর রহমান আজহারির লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

পোস্টের ক্যাপশনে বর্ষা জানান, বইটি পড়ার খুব ইচ্ছা ছিল। তিন কপি অর্ডার করেছিলেন। এর মধ্যে দুটি বই অর্ডার দিয়েছেন তার বোনদের জন্য। এ বইটি পড়ে কুরআন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বলে তিনি আশাবাদী।

পোস্টে তিনি মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদও জানান। একই সঙ্গে তার জন্য দোয়া করেন।

উল্লেখ্য, গত বছর ওমরাহ পালনের জন্য মক্কায় যান বর্ষা। সেখান থেকে ফিরে তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। তার ভাষ্য, ভবিষ্যতে সন্তানরা বড় হলে তাদের দিকে বেশি সময় দিতে চান বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন <<>> যে কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান অভিনেত্রী

এরপর থেকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি বর্ষাকে। তবে ফটোসেশন ও বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মধ্যে তাকে দেখা যায়। অবসরে বই পড়তেও পছন্দ করেন তিনি। বিশেষ করে ধর্মীয় বই পড়ায় আগ্রহী এ অভিনেত্রী।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়