Apan Desh | আপন দেশ

মাহির সংসার ভাঙার কারণ জানালেন রাকিব

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৯, ৩ মার্চ ২০২৪

মাহির সংসার ভাঙার কারণ জানালেন রাকিব

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরে আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কামরুজ্জামান সরকার রাকিবকে দ্বিতীয় বিয়ের পর একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন। কিন্তু সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর।

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন মাহির স্বামী রাকিব সরকার।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাকিব বলেন, ‘গত বছরের জুন থেকে আমরা আলাদা থাকছি। আমি ও মাহি উত্তরায় আলাদা বাসায় থাকতাম। একটি এসএমএসকে কেন্দ্র করেই আমাদের দুজনের দুরত্ব বাড়ে। এরপর আলাদা থাকতে শুরু করে মাহি।’

তিনি বলেন, ‘আমার মোবাইল ফোনে আসা আমারই পরিবারেরই একজনের একটি এসএমএসকে কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এরপর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়।’

আরও পড়ুন <> পরীমনি নিজেকে ছাড়িয়ে যেতে চান

রাকিব বলেন, ‘মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এক পর্যায়ে আমি নিজেই মাহির সঙ্গে তার মায়ের বাসায় উঠি। কিন্তু দীর্ঘদিন ধরে দুই পরিবারের সদস্যরা মিলেও বোঝাতে পারিনি। একসময় একটু বুঝেছে, আবার আরেক সময় উল্টে গেছে। এভাবেই আলাদা থাকার দিনগুলো চলে আসছি। যেটি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়েও আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি সংসার টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়