ছবি: আপন দেশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান আজহারী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন সহ ছাত্রদলের নেতাকর্মী ও মুসুল্লিবৃন্দ।
আরও পড়ুন<<>>বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতার প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ আছেন। যে নির্যাতনের মধ্যে দিয়ে বিগত ১৬ বছর তিনি কাটিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের একজন পরীক্ষীত নেত্রী তিনি ৷ এখনও বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থতা লাভ করুন এবং এ জাতির জন্য আরও কিছু কাজ করার সুযোগ পাক। কারণ জাতির জন্য করার মতো এখনও অনেক কিছু বাকি রয়েছে। হায়াত-মউত আল্লাহর হাতে কিন্তু আমরা দোয়া করি তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন যেন এ জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।
আপন দেশ/ এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































