Apan Desh | আপন দেশ

ঢাবি বিজ্ঞান ইউনিটে ভর্তির ফলাফল হস্তান্তর

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৩, ২৬ জানুয়ারি ২০২৬

ঢাবি বিজ্ঞান ইউনিটে ভর্তির ফলাফল হস্তান্তর

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করে অনলাইন ভর্তি কমিটির কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। সব প্রক্রিয়া শেষে সোম-মঙ্গলবারের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. এনামুল হক এবং ভর্তি কমিটি থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, আমরা ফলাফল প্রস্তুত করে রোববার জমা দিয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ তা প্রকাশের ব্যবস্থা করবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, আমরা ফলাফল পেয়েছি। এখন সব যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সব ঠিক থাকলে সোমবার ফলাফল প্রকাশ করা হবে। আর যদি শেষ করতে না পারি, তাহলে মঙ্গলবার প্রকাশ করব।

আরও পড়ুন<<>>শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির

বিজ্ঞান ইউনিটের প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবার ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে হিসেবে প্রতি আসনে লড়ছেন ৬০ জন শিক্ষার্থী। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - সিলেট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় - ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - রংপুর।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়