Apan Desh | আপন দেশ

বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার কমেছিল: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২৯, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৫, ২৮ জানুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার কমেছিল: মাহদী আমিন

মাহদী আমিন। ছবি : আপন দেশ

বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার কমেছিল বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘বিগত সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মাহদী আমিন বলেন, ‘একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা নতুন করে পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্বে গ্রহণ করেছে। অথচ এটি আজ জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।’

বিএনপির বিগত সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার, যা ১৯৬৩ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র সমতায় থাকা আওয়ামী লীগের দুর্নীতি প্রতিফলন। পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে তা উন্নতির দিকে যেতে থাকে। সর্বশেষ বিএনপি ২০০৬ সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ধারাবাহিকভাবে বেড়ে দুইয়ে উন্নীত হয়।’

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছে, এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান, এটি একটি পরিকল্পিত অপপ্রচার।’

আরও পড়ুন : ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মাহদী আমিন বলেন, ‘২০০১-৬ সাল পর্যন্ত উক্ত (জামায়াত) দলটি নিজেই সরকারের অংশ ছিল। এখানে তাদের দুজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে (দুর্নীতি) তাদের কোনো মন্তব্য শোনা যায়নি কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সে ধারাবাহিকতাকে ধরে রেখেছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়