Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের সংসদে শোকপ্রস্তাব

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১২, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৩, ২৮ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের সংসদে শোকপ্রস্তাব

ভারতীয় পার্লামেন্ট ও খালেদা জিয়া

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করা হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া লিখিত শোকবার্তা খালেদার সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করতেই ঢাকায় এসেছিলেন তিনি।

আরও পড়ুন<<>>বিমান দুর্ঘটনায় ভারতের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অধিবেশনের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারতের সাবেক এমপি এল গনেশন এবং এমপি সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে।

আগামী ৬৫ দিন ভারতের পার্লামেন্টের উভয়কক্ষে ৩০টি অধিবেশন হবে। তারপর ২ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়