পাকিস্তান ক্রিকেট দল: ফাইল ছবি
বাংলাদেশের দাবির প্রতি সমর্থন আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার চিন্তা করছে পাকিস্তান। তবে দেশটির ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রাক্তন বোর্ড কর্মকর্তারা। তাদের মতে, এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)সঙ্গে সম্পর্কও নষ্ট হতে পারে।
বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার পর পিসিবি এখনো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বোর্ড চেয়ারম্যান মোহসিন নকভি জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যে পাকিস্তান অংশ নেবে কি না—সে সিদ্ধান্ত জানানো হবে। এ অনিশ্চয়তা ঘিরে সাবেক ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মত, বাংলাদেশের পাশে দাঁড়ানো ভালো উদ্যোগ হলেও, সেটার খেসারত যেন পাকিস্তানের ক্রিকেটকে দিতে না হয়।
পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পাকিস্তান টেস্ট অধিনায়ক মোহাম্মদ হাফিজ স্পষ্টভাবে বিশ্বকাপে অংশ নেয়ার পক্ষে মত দিয়েছেন। তার মতে, পাকিস্তান দলকে অবশ্যই বিশ্বকাপে পাঠানো উচিত। সাবেক পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সাবেক বোর্ড সচিব আরিফ আলি আব্বাসি-ও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো যৌক্তিকতা দেখছেন না।
আব্বাসি বলেন, বাংলাদেশকে সমর্থন করার বিষয়টি আমি বুঝতে পারি, কিন্তু দল না পাঠিয়ে পিসিবি কী অর্জন করবে? এতে শুধু আইসিসি ও অন্যান্য সদস্য বোর্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। আমাদের আগে নিজেদের ক্রিকেটের কথা ভাবতে হবে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্কের কী হবে? পাকিস্তান না গেলে শ্রীলঙ্কা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ভারতের বিপক্ষে ম্যাচসহ আমাদের সব ম্যাচই সেখানে হওয়ার কথা।
আরও পড়ুন<<>>বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল
খালিদ মাহমুদ পিসিবির অবস্থানকে “নৈতিকভাবে প্রশংসনীয়” বললেও বাস্তববাদী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ যে দাবি তুলেছিল, আইসিসি সভায় পাকিস্তান ছাড়া আর কোনো বোর্ডই তাদের সমর্থন করেনি—এটাও আমাদের মনে রাখতে হবে।
সাবেক টেস্ট ব্যাটসম্যান, প্রধান নির্বাচক ও কোচ মোহসিন খান একই সুরে বলেন, ভারতের সঙ্গে আমাদের সমস্যা আছে ঠিকই, কিন্তু আমরা তো সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছি। তাছাড়া শোনা যাচ্ছে, বাংলাদেশ বোর্ড আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করবে না। তাহলে কোন যুক্তিতে পিসিবি দল পাঠাবে না? এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে না।
সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক ও মোহাম্মদ ইউসুফ বোর্ডকে সব দিক ভেবে সিদ্ধান্ত নেয়ার আহবান জানান। ইনজামাম বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই পাকিস্তান বিশ্বকাপে খেলুক। আমাদের দলে ভালো খেলোয়াড় আছে, বড় টুর্নামেন্টে ভালো করাটা আমাদের ক্রিকেটের জন্য খুব দরকার।
সবশেষে সাবেক টেস্ট ব্যাটসম্যান ও সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ সার্বিক মনোভাব তুলে ধরে বলেন, বাংলাদেশকে সমর্থন করা ভালো কাজ ছিল, নীতিগত অবস্থানও নিয়েছি। কিন্তু এখন সময় এসেছে নিজেদের ক্রিকেটের স্বার্থ দেখার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































