Apan Desh | আপন দেশ

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৫, ২২ জানুয়ারি ২০২৬

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

ছবি : আপন দেশ

সোনার দাম ভরিতে এক লাফে ৮ হাজার ৩৩৯ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হচ্ছে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম জানায়।
 
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬ হাজার ৫৬৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৮৮২ টাকা।

আরও পড়ুন : ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়ার খবর, বাংলাদেশকে কী বার্তা দিচ্ছে?

২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়