Apan Desh | আপন দেশ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০২, ২৮ জানুয়ারি ২০২৬

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

ছবি : আপন দেশ

নবম জাতীয় বেতন কাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নেয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সই করা এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এতে বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর দফায় দফায় দ্রব্যমূল্য বেড়েছে। নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। পে-স্কেল জারি না করলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় কেন হলো।

দাবি আদায় ঐক্য পরিষদ ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজস্ব কর্মসূচি ঘোষণা করছে।

বিবৃতিতে জানানো হয়, জোটের নেতাদের সভার সিদ্ধান্ত ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন : গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীকে কুপিয়ে জখম

এ ছাড়া আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হলে ৫ ফেব্রুয়ারি সারা দেশের সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়