ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।’
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে। তবে সেটি সব কেন্দ্রে থাকবে না।’
নির্বাচন কাজের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। সবাই খুব ভালো ও সৎ অফিসার।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার বডি ক্যামেরা ও ডগ স্কোয়াডের ব্যবস্থা থাকবে।’
মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আরও পড়ুন : ভাইরাল সেই ভিডিওর ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































