Apan Desh | আপন দেশ

রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২২ জানুয়ারি ২০২৬

রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি

ছবি : সংগৃহীত

আসন্ন রমজানে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলো লাউড স্পিকার ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

সৌদির ইলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, ‘রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউড স্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।’

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রমজান মাসের প্রস্তুতি উপলক্ষ্যে মসজিদগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয়। সেই নির্দেশনা জারির পর এই ঘোষণা দিয়েছেন শেখ আবদুল লতিফ আল শেখ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর-বিশ্ববিদ্যালয় হঠাৎ উত্তাল

মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, এবারের রমজানে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে মসজিদগুলো যেন আরবি উম্ম আল-কুরা দিনপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করে এবং এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি দেয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়