ফাইল ছবি
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা। কিন্তু পরীক্ষা স্থগিত চেয়ে আদালতে রিট করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) আইনজীবী নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, রিট করেছেন এনামুল হকসহ চার প্রার্থী। রিটে প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশ চাওয়া হয়েছে এবং আগে দেয়া স্মারকলিপি নিষ্পত্তির দাবি করা হয়েছে।
বিবাদী করা হয়েছে জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিইসিকে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে ২০ জানুয়ারি একদল চাকরিপ্রার্থী পরীক্ষা স্থগিতের জন্য স্মারকলিপি দিয়েছেন। তাতে সাড়া না পাওয়ায় তারা রিট করেছেন।
আরও পড়ুন <<>> সাইদুর বাসু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
প্রার্থীদের দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচার ও তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি চাকরির সব পরীক্ষা স্থগিত করা হোক।
৫০তম বিসিএসে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি আবেদন জমা পড়েছে। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের ১ হাজার ৭৫৫টির মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন স্বাস্থ্য ক্যাডারে নেয়া হবে। প্রশাসনে ২০০ জন এবং পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন।
নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে ৭১টি পদ রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































