Apan Desh | আপন দেশ

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৯, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৬, ২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র

ছবি: আপন দেশ

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে সাংবাদিকদের এ কথা জানান। তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

রাষ্ট্রদূত বলেন, ভোটের ফলাফল নির্ধারণ করবেন দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত।

তিনি আরও উল্লেখ করেন, প্রধান নির্বাচন কমিশনার সব প্রস্তুতির বিষয়ে তাদের অবহিত করেছেন। নির্বাচনের ফলাফল নিয়েও তার যথেষ্ট আগ্রহ রয়েছে।

আরও পড়ুন <<>> প্রবাসীদের পোস্টাল ব্যালট, দেশে পৌঁছেছে কত

এর আগে বেলা ১১টার পর রাষ্ট্রদূত ইসি ভবনে পৌঁছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি ঢাকায় আসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়