Apan Desh | আপন দেশ

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : আপন দেশ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়া হয়েছে।’

বুধবার (২৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না। দূতাবাসের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, তারা তাতে সন্তুষ্ট কি না, সেটা দিল্লির বিবেচনার বিষয়।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদির যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ বহাল আছেন।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে, তাদের আচরণ যথেষ্ট সংযত। বড় কোনো সহিংসতা হলে ভোটে না থাকা দলগুলো করতে পারে।’

আরও পড়ুন : বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার কমেছিল : মাহদী আমিন

গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবে দিল্লি। তবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন খোলা থাকবে। কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়