বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম। ছবি : আপন দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এ আহবান জানান।
ডা. আমেনা বলেন, ‘যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেয়ার আহবান জানাচ্ছি।’
হযরত উমর (রা.)-এর উদাহরণ টেনে আমেনা বলেন, ‘সেই ধরনের আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচন করতে হবে।’
আরও পড়ুন : ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, ‘বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, সবাই চেষ্টা করি, আগামী ১২ তারিখ আমরা ভোটকেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































