Apan Desh | আপন দেশ

আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫২, ২৯ জানুয়ারি ২০২৬

আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন

এনসিপি লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহবায়ক কমিটির ১৩ নেতা। কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব বরাবর তারা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন<<>>পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণায় তারেক রহমান

পদত্যাগকারীরা হলেন—হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়