Apan Desh | আপন দেশ

হ্যাঁ ভোটের পক্ষে ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পেইন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩৪, ২৭ জানুয়ারি ২০২৬

হ্যাঁ ভোটের পক্ষে ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পেইন

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ক্যাম্পেইন চালাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া হ্যাঁ ভোটের পক্ষের ক্যাম্পেইনে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন ঝুলিয়েছে তারা। এর পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করে জনমত গঠনে ভূমিকা রাখছে দলটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দোকানদার, ভ্যানচালক, বাসের ড্রাইভার এবং বিভিন্ন এলাকা থেকে শিক্ষা সফরে আসা দর্শনার্থীদের মাঝে আসন্ন জাতীয় নির্বাচনে এমপি পদে তাদের পছন্দমতো যে দলকেই ভোট দিক না কেন, গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার অনুরোধ জানান। এছাড়াও, গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে উপকারিতা আর না ভোট বিজয়ী হওয়ার ক্ষতিও তুলে ধরেন তারা। 

আরও পড়ুন<<>>শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৪ দিনের রিমান্ডে স্কুল ব্যবস্থাপক

জানতে চাইলে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছি কারণ আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্খা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সে সংস্কারের পথ সুগম হবে। এছাড়া আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই নামে বে-নামে গোপনে ও প্রকাশ্যে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। এ পরিস্থিতিতে আশংকার জায়গা থেকেই মূলত আমাদের এ ক্যাম্পেইন করা যাতে রাষ্ট্রের আকাঙ্খিত সংস্কার বাস্তবায়ন হয় এবং শহীদের রক্তের ঋণ শোধ হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়