Apan Desh | আপন দেশ

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৬, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৩৬, ২৪ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের ট্রফি নিয়ে উল্লাস

প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল চট্টগ্রাম রয়্যালস। দ্বাদশ আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল রাজশাহী ওয়ারিয়র্স। যাদের লক্ষ্য দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। এমন লক্ষ্য নিয়েই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দল দু’টি। তবে স্বপ্ন পুরণ হয়নি বন্দরনগরীরর দলটির। চট্টগ্রামকে ৬৩ রানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ১২তম বিপিএলের ফাইনালে আগে ব্যাট করে তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছিল পদ্মা পাড়ের দলটি। জবাবে ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৫ ওভারে ১১১ রানেই অলআউট হয় চট্টগ্রাম। 

রাজশাহীর বিনুরা ফার্নান্দোর বোলিং তোপে পড়ে চট্টগ্রাম। শুরুর তিন ওভারেরর মধ্যেই তুলে নেন মোহাম্মদ নাঈম ও মাহমুদুল হাসান জয়ের উইকেট। ৩ ওভারে ৯ রানে মোট ৪ উইকেট নেন তিনি। জেমস নিশাম নেন দুটি।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশা খুঁজে পায়নি তারা। সর্বোচ্চ স্কোর বলতে ওপেনার মির্জা বেগের ৩৬ বলে করা ৩৯। এছাড়া ২১ রান করেন আসিফ আলী।

আরও পড়ুন<<>>তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহ রাজশাহীর

এর আগে ব্যাট হাতে ইতিহাস গড়েন ওপেনার তানজিদ হাসান। এক আসরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টানা তিন সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে শুরুতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচসেরাও তানজিদ। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে রাজশাহী। ইনিংসের পুরোটা সময় নিয়ন্ত্রণে রেখে ব্যাট করেন তানজিদ। ৬২ বলে ঝড়ো সেঞ্চুরি তুলে দলের বড় পুঁজি গড়ার ভিত গড়ে দেন তিনি। ৮৩ রানের জুটিতে তাকে সঙ্গ দেন সাহেবজাদা ফারহান। তিনি ৩০ বলে করেন ৩০ রান। মাঝের ওভারগুলোতে রানরেট সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন উইলিয়ামসনও। মাত্র ১৫ বলে ২৪ রান করে ইনিংসের গতি বাড়ান তিনি।

ইনিংসের শেষভাগে কিছুটা ছন্দ হারায় রাজশাহী। শেষ ওভারগুলোর একটিতে তানজিদ আউট হলে বড় সংগ্রহের পথে ধাক্কা খায় তারা। আউট হন শত রানে। তার ৬২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছয়।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুজনই দুটি করে উইকেট নিয়ে রাজশাহীর রান বড় হতে দেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়