ফাইল ছবি
বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও হস্তশিল্প সংরক্ষণে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ জোরদারের আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
তিনি বলেন, আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে জাতীয় ঐতিহ্য স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে পারে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত টাঙ্গাইল তাঁত : ঐতিহ্যের মালিকানা ও শিল্পের সম্ভাবনা শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. সি আর আবরার বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, বিশেষ করে টাঙ্গাইল শাড়ি ও জামদানির আন্তর্জাতিক স্বীকৃতি একটি সম্মিলিত সাফল্যের ফল। এটি কোনো একক প্রতিষ্ঠানের অর্জন নয়; বরং সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
আরও পড়ুন<<>>এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, তাঁত শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত শিল্পী ও কারিগরদের ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। একইসঙ্গে বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা, জিআই স্বীকৃতি ও আইনি কাঠামো শক্তিশালী করতে বিশেষায়িত আইনজীবী প্যানেল গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, জাতীয় ঐতিহ্যের হালনাগাদ তালিকা প্রণয়ন, পাঠ্যক্রমে ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক পাঠ অন্তর্ভুক্তকরণ এবং তাঁতশিল্পীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া, কাঁচামালের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে আনতে সরকারি হস্তক্ষেপ জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































