Apan Desh | আপন দেশ

পাকিস্তানে সরাসরি বিমানের ফ্লাইট শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩২, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪১, ২৮ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে সরাসরি বিমানের ফ্লাইট শুরু বৃহস্পতিবার

ছবি : আপন দেশ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ পুনরায় চালু যাচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে। দীর্ঘ ১৪ বছর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট করাচির উদ্দেশে যাত্রা করবে। ইতোমধ্যে ১৬২ আসনের ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান। তিনি জানান, ফ্লাইটটি ঢাকা থেকে প্রায় ৩ ঘণ্টার আকাশযাত্রার পর করাচি পৌঁছাবে।

সাফিকুর রহমান বলেন, ‘ঢাকা-করাচি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে।’

এর আগে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। তবে ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর এই রুট পুনরায় চালুর বিষয়টি আলোচনায় আসে। বাংলাদেশের সরকার এবং পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনের পর বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, পরে এটি পুনরায় পুনর্বিবেচনা করা হবে।

পাকিস্তান বিমান কর্তৃপক্ষের তথ্যমতে, বিমান বাংলাদেশকে নির্ধারিত রুট কঠোরভাবে মেনে চলতে হবে। করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইট ছাড়ার আগে বিস্তারিত তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় নিশ্চিত করতে হবে। এ ছাড়া উভয় দেশের যাত্রী ও বিমান নিরাপত্তা বিষয়ক নিয়মকানুন কঠোরভাবে পালন করতে হবে।

আরও পড়ুন : বিএনপির আরও ২১ নেতা বহিষ্কার, এক জেলায় কমিটি স্থগিত

সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে বাংলাদেশের জনগণ করাচিসহ পাকিস্তানের অন্যান্য শহরে সহজে যাতায়াত করতে পারবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ও বেড়ে যাবে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফ্লাইট উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়