Apan Desh | আপন দেশ

বিমান দুর্ঘটনায় ভারতের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৯, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:১৫, ২৮ জানুয়ারি ২০২৬

বিমান দুর্ঘটনায় ভারতের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উড়োজাহাজটি মুম্বাই থেকে বারামতির উদ্দেশে উড্ডয়ন করে। অবতরণের সময় জরুরি পরিস্থিতি তৈরি হয়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি রানওয়ের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ঘটনাস্থলে দেখা যায় তীব্র অগ্নিশিখা ও ঘন ধোঁয়া।

আরও পড়ুন <<>> ইরানের সরকার নড়বড়ে, ট্রাম্পকে মার্কিন গোয়েন্দা সংস্থা

প্রাথমিক তথ্যে জানা গেছে, উড়োজাহাজটিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, দুইজন পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়