Apan Desh | আপন দেশ

বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতার প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ২২ নভেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতার প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

ছবি: আপন দেশ

৪৭ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২ টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইবি ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী জিনাত মালিয়াত সীমা, জিনিয়া, রাউফুন নাহার, প্রাপ্তি, রোকন, রনি, স্বাক্ষর, তৌহিদ, আলামিন, রিফাত সহ শতাধিক নেতাকর্মী। 

আরও পড়ুন<<>>তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

এসময় নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ; শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী ছাত্রদল; স্বাধীন বাংলাদেশের ঘোষক জিয়া, লও লও লও সালাম; আজকের এ দিনে, জিয়া তোমার পড়ে মনে; ইবির পতাকায়, জিয়া তোমায় দেখা যায় ইত্যাদি স্লোগান দেন।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামী বিশ্ববিদ্যালয় অবহেলিত ছিল, নিষ্পেষিত হয়েছিল। শহীদ জিয়াউর রহমান হল দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানেও সেটা চলছে। আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করেছি। আমরা উদযাপন কমিটিকে জানিয়েছিলাম যেন আজকের দিনে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকে কিন্তু তারা আমাদের দাবী উপেক্ষা করে তাদের সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন পরবর্তী কোন মিটিংয়ে আমাদের না ডাকে। তারা তাদের মতোই কাজ করে, অনর্থক আমাদের কাছ থেকে সময় নিয়ে সময়ক্ষেপণ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আয়োজনে আমরা হতাশা ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানকে নামমাত্র স্মরণ করছে বলে আমার মনে হয়েছে। আমরা বলেছিলাম আজকে যেন ক্লাস পরীক্ষাগুলো বন্ধ থাকে এবং সুন্দর আয়োজন করা হয়। কিন্তু এখানে নামমাত্র পিটি প্যারেডের আয়োজন করা হয়েছে। আমাদের দাবির প্রেক্ষিতেই আলোচনা সভা করেছে সেখানে আবার ইরানি প্রদর্শনী রাখবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকান্ডে আমরা সংক্ষুব্ধ। কিছু বললেই তারা বাজেটের সংকট দেখায়।

এর আগে, সকাল ১১ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয়। শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়ানোর মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন। আনন্দ র‍্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা ওড়ানো, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়