বিএনপি চেয়ারম্যান তারেক রহমান: ফাইল ছবি
নির্বাচনী প্রচারাভিযানে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন দিনের এ সফরের শুরুতেই বিভাগীয় শহর রাজশাহীর নির্বাচনী জনসভায় যোগ দিবেন। জনসভায় যোগ দেয়ার আগে হজরত শাহ মখদুম (রহ.) এর পবিত্র মাজার জিয়ারত করবেন তিনি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে তারেক রহমানের। সর্বশেষ ২০০৪ সালে একটি সম্মেলনে যোগ দিতে তিনি রাজশাহীতে এসেছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এ সফরকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, আজকের এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। এদিন দুপুর ২টার দিকে তারেক রহমানের জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ইতোমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, রাজশাহীর জনসভা থেকেই তারেক রহমান উত্তরের মানুষকে নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবেন। পাশাপাশি তিনি তিন জেলার ধানের শীষের ১৩ প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমান তার বক্তব্যে রাজশাহীর পদ্মা নদী, ঐতিহ্যের সিল্ক ও বরেন্দ্র অঞ্চলের পানি-সংকটের সমাধান নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে পারেন। তা ছাড়া এ অঞ্চলের পান, মাছ, আম ও সিল্ক নিয়েও তার পরিকল্পনার কথা জানাতে পারেন।
আরও পড়ুন<<>>‘জন্মদিনে সবার ভালোবাসায় আমি কৃতজ্ঞ’
রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী অঞ্চলের বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। তাই জনসভাস্থলে কয়েক লাখ মানুষের ঢল নামবে। এ জনসভা রূপ নেবে ঐতিহাসিক জনসভায়।
বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ২২ বছর আগে ২০০৪ সালে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন। এত দিন পর তার আগমন ঘিরে আমরা সবাই উচ্ছ্বসিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তারেক রহমানের এ রাজশাহী সফর তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের জেলাগুলোতে দলীয় প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































