
ছবি: আপন দেশ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল এবং পরবর্তীতে বৃক্ষরোপণ করা হয়।
আরওপড়ুন<<>>রাবিতে ’কেএসআই’ গবেষণা মডিউল বিষয়ক ওয়ার্কশপ
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. আলীনূর রহমান, ছাত্রদল ইবি শাখার আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। পরবর্তীতে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় মসজিদের সামনের চত্বরে বৃক্ষরোপণ করেন প্রশাসনের নেতৃবৃন্দ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।