Apan Desh | আপন দেশ

‘আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি, কথা শোনেনি’

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ২ আগস্ট ২০২৫

‘আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি, কথা শোনেনি’

জিকে গউছ । ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, আমরা আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি। তারা যেন সীমা লঙ্ঘন থেকে ফিরে আসে। কিন্তু তারা কথা শোনেনি। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না।

শুক্রবার (০২ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গউস বলেন, আওয়ামী লীগ ভেবেছিল কেয়ামত পর্যন্ত তারা এ দেশের মানুষের উপর চেপে বসে ক্ষমতা দখল করে রাখবে।

আরওপড়ুন<<>>মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি: বিএনপির ৩ নেতাসহ গ্রেফতর ৫

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, আওয়ামী লীগ ধরে নিয়েছিল তাদের আর কেউ সরাতে পারবে না। আল্লাহ অহঙ্কারীকে পছন্দ করেন না, প্রশ্রয় দেন না। আল্লাহ ফেরাউন, নমরুদকে ধংস করে দিয়েছেন। যুগে যুগে যারা ফেরাউন, নমরুদের পথ অনুসরণ করেছে আল্লাহ তাদেরকে ধংস করে দিয়েছেন।

এক বছর আগে আওয়ামী লীগ দলবল নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন দেখে আমাদের শেখার আছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, আফজাল হোসেন, আজিজুর রহমান কাজল, গুলজার খান প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়