আ. লীগ গায়ে হাত তুললে সেই হাত ভেঙে দিন: মির্জা ফখরুল
শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু তার শয়তানি এখনো থামেনি। যদি কোনো আওয়ামী লীগ কর্মী আপনাদের গায়ে হাত তোলে, তবে সে হাত ভেঙে দেবেন। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত একটি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। ছাত্রলীগকে উসকায় দেয় এ তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নুরকে মেরেছে এরাই।
০৭:০৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার