Apan Desh | আপন দেশ

ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত ৪ জনের দাফন-সৎকার

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৪৯, ১৭ জুলাই ২০২৫

ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত ৪ জনের দাফন-সৎকার

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতরা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে দফায় দফায় হামলা-সংঘর্ষের সময় গুলিতে নিহত চারজনের কারোর সুরতহাল ও ময়নাতদন্ত হয়নি। ঘটনার দিন বুধবার (১৬ জুলাই) রাতেই তাদের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।

ওই দিন দিনভর সংঘর্ষে নিহতরা হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।

এর মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। এছাড়া টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে একই দিন রাতে এশার নামাজের পর এবং মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

সুরতহাল ও ময়নাতদন্ত নিয়ে মৃতের পরিবারের সদস্যরাও কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। তবে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়। সেখানে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে সাংবাদিকরা সুরতহাল ও ময়নাতদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইন প্রক্রিয়ায় পরবর্তীতে দেখা হবে।

এ সময় ডিআইজি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় পুলিশের কারও গাফিলতি আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে।

আরওপড়ুন<<>>গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

নিহত রমজানের চাচা মনিরুজ্জামান বুধবার রাতে বলেছিলেন, ঘটনার সময় রমজান শহর দিয়ে হেঁটে কাজে যাচ্ছিল। এ সময় সে গুলিবিদ্ধ হয়। রমজান টাইলস মিস্ত্রি ছিল। তাদের বাড়ি কোটালীপাড়ার হলেও রমজানের জন্ম-কর্ম শহরেই বলে জানান তিনি।

মনিরুজ্জামান আরও বলেন, রাতে মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়। পরে শহরের কবরস্থান মসজিদে রমজানের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই রাতে তাকে দাফন করা হয়েছে।

দীপ্ত সাহার বাবা সন্তোষ সাহা মারা গেছেন। দুই ভাই শহরের চৌরঙ্গী এলাকায় একটি তৈরি পোশাকের দোকান চালান। সংঘর্ষের মধ্যে দোকান থেকে বাসায় যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এনসিপি সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। সংঘর্ষে নিহত হন চারজন, গুলিবিদ্ধ হন আরও অনেকে।

 গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, চারজনের মরদেহ হাসপাতালে এসেছে। এছাড়া গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়