
গাইবান্ধায় পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম
নতুন দেশ গড়ার আহবানে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কর্মসূচির ঘোষণা করেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। সে সরকার পতন হয়েছে। কিন্তু নতুন দেশ গঠন এখনও হয়নি। এবার আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি। গাইবান্ধা থেকেই সে সংগ্রাম শুরু করেছি।
নাহিদ ইসলাম বলেন, গাইবান্ধার মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। জুলাই গণঅভ্যুত্থানে এ জেলায় ছয়জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন স্বাধীনতার পথ তৈরি করেছে। যা এনসিপি ও বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।
আরওপড়ুন<<>>যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কের পদত্যাগ
এনসিপির আহবায়ক বলেন, জলাই অভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছে নতুন এক বাংলাদেশের জন্য। যেখানে কথা বলার জন্য কাউকে পুলিশের লাঠি, গুলি কিংবা নির্যাতনের শিকার হতে হবে না। ২০২৪ সালেই আমাদের ভয় কেটে গেছে। বাংলাদেশে আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না।
এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্লাপুরে সংক্ষিপ্ত পথসভা করে দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
গাইবান্ধা থেকে শুরু হওয়া ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির সারা দেশব্যাপী আন্দোলনের অংশ।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও গাইবান্ধার সাত উপজেলার এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।