১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যন এ প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, রাজশাহী বললেই বুঝায় পদ্মা নদী। এখন দূঃখজনক ব্যাপার হচ্ছে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রক্ষপুত্রই বলেন, যে নদীই বলেন, পানি আছে কোনো? কোনো পানি নাই, পদ্মা নদীর সঙ্গে যে খালগুলো আছে সেখানেও পানি নাই। আমাদের নদীতে পানি দরকার। এ এলাকার খালগুলো আমরা খনন করতে চাই। ধানের শীষ ইনশাল্লাহ বিজয়ী হলে আমরা পদ্মা ব্যারেজ করতে চাই। ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দেব।
০৫:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার