ছবি: সংগৃহীত
এল ক্লাসিকোর উত্তাপ মানেই নাটক, গতি আর রোমাঞ্চ। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ের মঞ্চে সে চিরচেনা দৃশ্যই মঞ্চায়ন হলো। শেষ পর্যন্ত রাফিনহার জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। নাটকীয় এ জয়ে সুপার কাপ ইতিহাসে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল কাতালান ক্লাবটি।
হান্সি ফ্লিকের শিষ্যদের এটি ছিল টুর্নামেন্টে ১৬তম শিরোপা। কাতালানরা গত মৌসুমের ফাইনালেও লস ব্লাঙ্কোসদের হারিয়েছিল।
রোববার (১১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ৭৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ভাসানো শট থেকে পাওয়া গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। তবে প্রথমার্ধের শেষভাগে ঘটে যাওয়া নাটকীয় সব ঘটনা ম্যাচটিকে জমিয়ে দিয়েছিল।
আরও পড়ুন<<>>উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা
৩৬তম মিনিটে জোরালো শটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্রুত তিনটি গোল হলে বিরতিতে যাওয়ার আগেই দুই দল সমতায় চলে আসে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুলস কুন্দেকে নাটমেগ করে জালে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র।
যোগ সময়ের চতুর্থ মিনিটে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন রবের্ত লেভানডোস্কি। কিন্তু দুই মিনিট পরই বক্সের ভেতরের জটলার সুযোগে গোল করে সমতা ফেরান গনঞ্জালো গার্সিয়া।
এ সময় লাল কার্ডের ঘটনাও ঘটে। যোগ করা সময়ে হাঁটুর চোট কাটিয়ে বদলি নামা কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়ং।
শেষদিকে দুই পক্ষ সুযোগ তৈরি করলেও রোমাঞ্চকর সমাপ্তিতে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। এ জয়ে ২০১১ সালের পর টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিশ্চিত করে ফ্লিকের দল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































